ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

চিকিৎসক-সেবিকার মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, মে ২, ২০১৭
চিকিৎসক-সেবিকার মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে খাদ্যে বিষক্রিয়ায় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান ও সেবিকা জোবাইদা বেগমের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।  

সোমবার (১ মে) রাতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে এ তদন্ত প্রতিবেদনটি হস্তান্তর করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান।

মঙ্গলবার (২ মে)  সকালে তদন্ত কমিটির প্রধান ও সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. উদয় নারায়ন মোহন্ত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, চিকিৎসক ও সেবিকা মৃত্যুর ঘটনাটি নিয়ে আমরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি।

যে খাবার খেয়ে তারা মারা গেছেন সে খাবারের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফরেনসিক প্রতিবেদনেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রসঙ্গত: গত ২৫ এপ্রিল দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী আলমগীর হোসেনের বাসায় দাওয়াত খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, সেবিকা জোবাইদা ও গৃহকর্তা আলমগীর। পরে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই চিকিৎসক ও সেবিকার মৃত্যু হয়। এ ঘটনায় ডা. উদয় নারায়ন মোহন্তকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার রাতে তদন্ত প্রতিবেদনটি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে হস্তান্তর করেন সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।