সোমবার (১ মে) রাতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে এ তদন্ত প্রতিবেদনটি হস্তান্তর করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান।
মঙ্গলবার (২ মে) সকালে তদন্ত কমিটির প্রধান ও সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. উদয় নারায়ন মোহন্ত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, চিকিৎসক ও সেবিকা মৃত্যুর ঘটনাটি নিয়ে আমরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি।
প্রসঙ্গত: গত ২৫ এপ্রিল দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী আলমগীর হোসেনের বাসায় দাওয়াত খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, সেবিকা জোবাইদা ও গৃহকর্তা আলমগীর। পরে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই চিকিৎসক ও সেবিকার মৃত্যু হয়। এ ঘটনায় ডা. উদয় নারায়ন মোহন্তকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার রাতে তদন্ত প্রতিবেদনটি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে হস্তান্তর করেন সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ