ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, মে ২, ২০১৭
রাজধানীতে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় ফালান ওরফে পিচ্ছি ফালান (২৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (০১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে কদমতলী ওয়াসা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, রাতে কদমতলী ওয়াসা রেলগেট এলাকায় কয়েকজন ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ও হাত বোমা ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষায় পুলিশ গুলি ছুড়লে ফালানের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।
পরে তাকে আটক করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে সঙ্গে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কামাল ও কনস্টেবল রুহুল আমিনও আহত হন। ঘটনাস্থল থেকে দুই হাজার পুরিয়া হেরোইনসহ বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই মোখলেছুর রহমান।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ০২, ২০১৭
এজেডএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।