সোমবার (০১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে কদমতলী ওয়াসা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, রাতে কদমতলী ওয়াসা রেলগেট এলাকায় কয়েকজন ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পরে তাকে আটক করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে সঙ্গে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কামাল ও কনস্টেবল রুহুল আমিনও আহত হন। ঘটনাস্থল থেকে দুই হাজার পুরিয়া হেরোইনসহ বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই মোখলেছুর রহমান।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ০২, ২০১৭
এজেডএস/ওএইচ/জেডএস