মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৯টার দিকে মীরপুর আটিয়া বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২৯ এপ্রিল) দিনগত রাতে মাকসুদ নিখোঁজ হয়।
মাকসুদুর রহমান আটিয়া বাড়ীর আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
মাকসুদের বোন জামাতা শরীফ বাংলানিউজকে বলেন, শনিবার রাত থেকে মাকসুদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির লোকজন তার মরদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেন।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নাছের বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া এখনই বলা যাবে না।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ