সোমবার (০১ মে) রাত দেড়টার দিকে জেনেভা ক্যাম্পের সি ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত শাকিলা পঞ্চগড় জেলার সোহেল রানার স্ত্রী।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত সাহা বাংলানিউজকে বলেন, শাকিলা ও তার স্বামী মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ওই বাসায় ভাড়া থাকতো। দু’জনেই গার্মেন্টসে চাকরি করতো।
প্রাথমিকভাবে জানা যায়, সোমবার রাতে স্বামী সোহেলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাকিলা।
ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান এসআই সুজিত।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এজেডএস/জিপি/এসএইচ