ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরার বাজারে কুশলে-মৌতলার লিচু

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, মে ২, ২০১৭
 সাতক্ষীরার বাজারে কুশলে-মৌতলার লিচু সাতক্ষীরার বাজারে কুশলে-মৌতলার লিচু

সাতক্ষীরা: সাতক্ষীরার বাজার ভরে গেছে কুশলে-মৌতলার লিচুতে। বৈশাখের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাজারে উঠতে শুরু করে রসালো ফল লিচু। 

প্রথমে একটু দাম বেশি থাকলেও বর্তমানে তা সহনীয় পর্যায়ে রয়েছে। আর বিক্রেতার কাছে শুনতেই তারা উচ্চস্বরে ক্রেতাকে জানিয়ে দিচ্ছেন এই লিচু কুশলে-মৌতলার।

 

বছরে এই একটি সময়ই লিচুর জন্য কুশলে-মৌতলার নাম ছড়িয়ে পড়ে সমগ্র জেলায়। কুশলে-মৌতলা হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাশাপাশি দু’টি ইউনিয়ন। আর এই ইউনিয়ন দু’টিতে উৎপাদিত লিচুর কদর সমগ্র জেলায়।  

প্রতিদিন সকালে সাতক্ষীরা শহরের লাবনী মোড় বাসস্ট্যান্ডে বসছে লিচুর হাট। এই হাট এখন কুশলে-মৌতলার দখলে। যখন কুশলে-মৌতলার লিচু শেষ হয়ে যাবে, তখন এই হাট চলে যাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরের লিচুর দখলে।  

লাবনী মোড় বাসস্ট্যান্ডের লিচু ব্যাপারিরা বাংলানিউজকে জানান, এখন প্রতি হাজার লিচু পাইকারি বিক্রি হচ্ছে ১৬শ’ থেকে ২২শ’ টাকা পর্যন্ত। সবই কুশলে-মৌতলার। এই এলাকার লিচু শেষ হয়ে গেলে উত্তরাঞ্চলের লিচু আসতে শুরু করবে।

সাতক্ষীরার বাজারে কুশলে-মৌতলার লিচু শহরের পাকাপুল মোড়ের ফল ব্যবসায়ী মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, লিচুর দাম একটু কমেছে। সোমবার (১ মে) পর্যন্ত প্রতি একশ’ লিচু তিনশ’ টাকায় বিক্রি হয়েছে। একদিনের ব্যবধানে তা নেমে এসেছে দুইশ’ টাকায়।  
সাতক্ষীরার বাজারে উঠেছে কুশলে-মৌতলার লিচু

এর থেকে দাম আর কমবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাতক্ষীরায় তো লিচু কম হয়। যা হয় ওই কুশলে-মৌতলার দিকেই। তাই কিছুদিনের মধ্যেই ফুরিয়ে যাবে। তখন রাজশাহী-দিনাজপুরের লিচু আসবে। তখন দাম নিঃসন্দেহে আরো বাড়বে।  

এদিকে, সাতক্ষীরা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় চলতি মৌসুমে ৭৪ হেক্টর জমিতে ৪৫০ মেট্রিক টন লিচু উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।  সাতক্ষীরার বাজারে উঠেছে কুশলে-মৌতলার লিচু

এর মধ্যে সদর উপজেলায় ১৬ হেক্টর জমিতে, কলারোয়ায় আট, তালায় ১২, দেবহাটায় সাত, কালিগঞ্জে ২৬, আশাশুনিতে তিন এবং শ্যামনগরে দুই হেক্টর জমিতে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ।  

এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, সাতক্ষীরায় লিচু কম হলেও কালিগঞ্জের কুশলে-মৌতলায় লিচু বেশ পরিচিত।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।