ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

অজ্ঞাতপরিচয় বৃদ্ধাকে নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, মে ২, ২০১৭
অজ্ঞাতপরিচয় বৃদ্ধাকে নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ অজ্ঞাতপরিচয় চিকিৎসাধীন বৃদ্ধা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধাকে নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৩০ এপ্রিল (রোববার) কয়েকজন যুবক ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে যান। এরপর থেকে কেউ আর তার খবর নিতে আসছেন না।

হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারিতে চিকিৎসা চলছে। অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধা কথা বলতে পারছেন না। প্রায়ই অজ্ঞান হয়ে পড়ছেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়ন ত্রিপুরা বাংলানিউজকে জানান, রোগীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকজন যুবক বৃদ্ধাকে হাসপাতালে রেখে চলে যায়। এরপর থেকে আর কেউ খোঁজ নিতে আসেনি।

বৃদ্ধাও নিজের কোনো পরিচয় বলতে পারছেন না বলেও জানান চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০২, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।