মঙ্গলবার (০২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, আশফাক-উর রহমান অয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াকালীন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত হয় প্রায় দেড় বছর আগে।
এর আগে মেজর জিয়ার অধীনে ও পরিচালনায় রাজধানীর উত্তরায় ও পল্লবীর কালাপানি এলাকায় নাস্তিক ব্লগার হত্যা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণে সে অংশ নেয়। পরবর্তীতে উত্তীর্ণ হয়ে আইটি প্রধান হিসেবে নিযুক্ত হয়।
মনিরুল ইসলাম আরও বলেন, অয়ন ব্লগারদের আইডি হ্যাক করে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে টাগের্ট চিহ্নিত করণের কাজে জড়িত ছিল। সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে অয়নের বিরুদ্ধে। নিম্ন আদালতে তাকে সমর্পণ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
এর আগে ০১ মে (সোমবার) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী ভাটারা থানার নর্দ্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসটি/জিপি/আরআই
** রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের আইটি প্রধান আটক