এর আগে সকাল থেকে খাবার হোটেলে ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া হোটেল মালিক সমিতি।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন কুষ্টিয়া হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলিমুল হক সনজু।
লিখিত অভিযোগে তিনি বলেন, সোমবার (মে দিবসে)সকালে রমজান, লিয়াকত, আহাদ, কালাম, হযরতসহ আরো কয়েকজন মিলে মজমপুর গেটে অবস্থিত জাহাঙ্গীর হোটেল, বাগাট সুইটস ও শিল্পী হোটেলে হামলা চালায়।
এসময় হোটেল রেস্তোরা মালিক সমিতির জেলা শাখার অফিস সহকারী স্বপনকে মারধর করে গুরুতর জখম করা হয়।
সংবাদ সম্মেলনে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। তা না হলে জেলার সব হোটেল রেস্তোরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারী উচ্চারণ করে হোটেল মালিক সমিতি।
এদিকে হোটেল বন্ধ থাকায় কুষ্টিয়া শহরে আসা বহিরাগত লোকজনসহ হাসপাতাল ও ক্লিনিকের রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ
** কুষ্টিয়া খাবার হোটেলে ধর্মঘট