মানিকগঞ্জেঅভিযানে আটক। ছবি: বাংলানিউজ
মানিকগঞ্জ: মানিকগঞ্জের বিভিন্ন থানার গত পাঁচদিনের অভিযানে গুলি, বিদেশি পিস্তল ও চার পিস স্বর্ণের বার ও মাদকসহ ৭৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০২ মে) দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি জানান।
তিনি বলেন, গত ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভিযানে গুলি, বিদেশি পিস্তল (কাঠের বাট যুক্ত) ও চারটি স্বর্ণের বার (প্রতিটির ওজন ১০ ভরি) জব্দ করা হয়।
এছাড়া ৭ কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ২৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ পুড়িয়া হেরোইন এবং ৩৫ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭৯ জনকে আটক করে মানিকগঞ্জের বিভিন্ন থানা পুলিশ।
এদিকে সোমবার (০১ মে) জেলার হরিরামপুর থানা এলাকা থেকে সজিব ও মিলন নামে দুই যুবককে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরআইএস/আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।