মঙ্গলবার (২ মে) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোয়ালন্দ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের আলম চৌধুরী পাড়ার আব্দুর রশিদ প্রামাণিক (৪৫) ও একই উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা গ্রামের নুরুল ইসলামের মেয়ে শামসুন নাহার (২০)।
নিহত আব্দুর রশিদের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন পপি বাংলানিউজকে জানান, রশিদ স্থানীয় এনজিও কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) কর্মী। শামসুন নাহার ওই এনজিওতে চাকরি করার জন্য আবেদন করেছিলেন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তারা কেকেএস এর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন অফিস থেকে মোটরসাইকেলে করে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকায় এলে ঢাকা থেকে সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর চালক রাস্তার পাশে বাসটি রেখে পালিয়ে গেছেন।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই