মঙ্গলবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কদমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন উপজেলার ভোগনগর ইউনিয়নের চকমোহনপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান দুর্ঘটনার খবরটি বাংলানিউজকে জানান।
তিনি জানান, দুপুরে বীরগঞ্জ শহরে খড় বিক্রি করে নসিমনে করে বাড়ি ফিরচ্ছিলেন শাহিন। এসময় পথে কদমতলী ব্রিজের কাছে নসিমনটি এলে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে শাহিন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্ততি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ০২, ২০১৭
এএটি/এএ