ঘটনার চার বছর পর মঙ্গলবার (০২ মে, ২০১৭) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মনিরুল বলেন, ২০১৩ সালে হেফাজত যে তাণ্ডব চালিয়েছে তার পরিকল্পনাকারী ও নির্দেশদানকারীকে আমরা চিহ্নিত করেছি।
৫ মে নিয়ে ডিএমপির কয়েকটি থানায় ৪০টির বেশি মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যার ২১টিতে পুলিশ বাদী হয়ে করেছে, বাকিগুলো ভিকটিমরা দায়ের করেন। মামলাগুলোর বেশিরভাগই তদন্তাধীন।
শেষ হতে আরও সময় লাগবে বলেও জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম। তবে সমাবেশের নামে হেফাজতের তাণ্ডবে ভস্মীভূত হয় ৫ হাজারেরও বেশি দোকান, ব্যাংক, একাধিক ব্যাংকের এটিএম বুথ, সরকারি গাড়ি, বাস, মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন। হাজার হাজার বই ও পবিত্র কোরআন-হাদিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ওই সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হেফাজতের সাত কর্মী, এক পুলিশ সদস্য এবং তিনজন সাধারণ মানুষসহ মোট ১১ জন নিহত হন। তবে হেফাজতের পক্ষ থেকে মৃতের সংখ্যা বেশি বলে দাবি করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসটি/আরআর/আইএ
**মেজর জিয়ার তত্ত্বাবধানে কাজ করতেন অয়ন
** রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের আইটি প্রধান আটক