মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফরহাদের বাড়ি মির্জাপুর সদর উপজেলায়।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. শাহ আলম বাংলানিউজকে জানান, সকালে টাঙ্গাইল কোর্টে একটি জমি সংক্রান্ত মামলায় হাজিরা শেষ করে ফরহাদসহ আরও তিনজন প্রাইভেটকারে করে মির্জাপুর ফিরছিলেন। পথে দরুন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফরহাদ নিহত হন। এসময় চালকসহ আরও তিনজন আহত হন।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরবি/