মঙ্গলবার (২ মে) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তারা হলেন- তারাব দক্ষিণপাড়া এলাকার আব্দুল হানিফের ছেলে ওসমান ও চাঁদপুর জেলার মতলব থানার নন্দলাপুর এলাকার মুসলিম মিয়ার ছেলে জাকির হোসেন।
রূপগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) এনামুল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তারাব দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ওসমান ও জাকিরকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরবি/