ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সেনবাগে ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মে ২, ২০১৭
সেনবাগে ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৫ হাজার টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মধ্যম রাজারামপুর গ্রামের মৃত ছালামত উল্ল্যার ছেলে কানা মফিজ (৪৫) ও একই এলাকার রুহুল আমিনের ছেলে খলিল (২৫)।

 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে রাজারামপুর এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসময় চার মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে দু’জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।