ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

পরিত্যক্ত অবস্থায় মার্সিডিজ জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মে ২, ২০১৭
পরিত্যক্ত অবস্থায় মার্সিডিজ জব্দ পরিত্যক্ত অবস্থায় মার্সিডিজ জব্দ

ঢাকা: রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি মার্সিডিজ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২ মে) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

মইনুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল ডিওএইসএস রোড ১৯ সি-এর হাউস-২৮৮ এর স‍ামনে পার্কিং করা অবস্থায় গাড়িটি পায়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই বাড়ির মালিক এসকে আবু বাকের। বাকেরের ছেলে এরিক মোরশেদ গাড়িটির মালিক। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো ঘ ১৪-৪৭২৭। তবে গাড়ির নম্বরটি ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

তিনি আরও জানান, গাড়িটি কারনেটের মাধ্যমে দেশে আনার পর শর্ত অনুযায়ী আর ফেরত দেওয়া হয়নি। গাড়িটির বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসজে/আরআর/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।