মঙ্গলবার (২ মে) দুপুরে ভিকটিমের মা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। অভিযুক্ত বুলকু মিয়া (৩৫) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা কানাইকান্দর গ্রামের হানিফ বাংলার ছেলে।
ভুক্তভোগীর মা বাংলানিউজকে জানান, বুলকু তার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে তার মেয়ে গর্ভবতী হয়ে পড়ে। ৩-৪ দিন আগে ভুক্তভোগীকে শেরপুর শহরের কোনো এক ক্লিনিকে নিয়ে যান বুলকু। সেখানে তাকে ভ্রূণ নষ্ট করানোর ওষুধ খাওয়ানো হয়।
মঙ্গলবার (২ মে) সকালে বাড়িতে ভিকটিমের ভ্রূণ নষ্ট হয়ে যায়। ভিকটিমের মা পুরো ঘটনা জানতে পেরে দুপুরে ব্র্যাকের আইন ও সালিশি কেন্দ্রের সহায়তায় মেয়েকে নিয়ে থানায় যান। এ ঘটনায় বুলকুকে অভিযুক্ত করে মামলা করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা পর বুলকুকে ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমবিএইচ/আরআর/এএ