সোমবার (০১ মে) দিবাগত রাতের ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে মরপুরা ডিগ্রি কলেজ ছাত্রাবাস, এবং চর ফয়েজউদ্দিন বহুমুখী মাদ্রাসা রয়েছে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে ঝড়ো বাতাস বইতে শুরু করে, হঠাৎ তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এতে একটি কলেজ, একটি মাদ্রাসা ও একটি ছাত্রবাস বিধ্বস্ত হয়।
এদিকে ছাত্রাবাস ভেঙে যাওয়ায় সেখানকার অনেক ছাত্ররা আবাসন সমস্যার মধ্যে পড়েছে। কারো কারো বই খাতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ