ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মনপুরায় ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫ বাড়ি বিধ্বস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মে ২, ২০১৭
মনপুরায় ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫ বাড়ি বিধ্বস্ত মনপুরায় ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫ বাড়ি বিধ্বস্ত

ভোলা: ভোলার মনপুরা উপজেলার উপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ২টি শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস এবং ৫টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।

সোমবার (০১ মে) দিবাগত রাতের ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে মরপুরা ডিগ্রি কলেজ ছাত্রাবাস, এবং চর ফয়েজউদ্দিন বহুমুখী মাদ্রাসা রয়েছে।

এছাড়া হাজির গ্রামে ৫টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে ঝড়ো বাতাস বইতে শুরু করে, হঠাৎ তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এতে একটি কলেজ, একটি মাদ্রাসা ও  একটি ছাত্রবাস বিধ্বস্ত হয়।

এদিকে ছাত্রাবাস ভেঙে যাওয়ায় সেখানকার অনেক ছাত্ররা আবাসন সমস্যার মধ্যে পড়েছে। কারো কারো বই খাতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।