ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নড়িয়ায় ট্রলিচাপায় মাদ্রাসা ছাত্রীর হাত বিচ্ছিন্ন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মে ২, ২০১৭
নড়িয়ায় ট্রলিচাপায় মাদ্রাসা ছাত্রীর হাত বিচ্ছিন্ন 

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ট্রলিচাপায় সানজিদা (৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর হাত বিচ্ছিন্ন হয়েছে।

মঙ্গলবার (০২ মে) সকাল সাড়ে ৮টার দিকে নড়িয়া বড় ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

সানজিদা উপজেলার মূলপাড়া গ্রামের আব্দুল বারেক সরদারের মেয়ে।

সে নড়িয়া ইউনুছিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।  

ওই মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম বাংলানিউজকে জানান, সানজিদা সকালে নড়িয়া বড় ব্রিজের ওপর দিয়ে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিল। এসময় একটি ট্রলি সানজিদাকে চাপা দিলে তার বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা খোকন জানান, হাতের বিচ্ছিন্ন অংশসহ সানজিদাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে হাত জোড়া লাগানো সম্ভব।  

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ট্রলিসহ এর চালক সাকিবকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।