ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে মস্তকবিহীন দেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মে ২, ২০১৭
গফরগাঁওয়ে মস্তকবিহীন দেহ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩২) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ মে) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের জলিলের ইটভাটা সংলগ্ন রাওনা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়না-তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয় মরদেহটি।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মাহবুব আলম বাংলানিউজকে জানান, মরদেহটির মাথা নেই। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিসহ ৩টি আঙ্গুল নেই। পায়ে ও উরুতে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি একে এম মাহবুব আলম।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএএএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।