মঙ্গলবার (০২ মে) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের জলিলের ইটভাটা সংলগ্ন রাওনা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়না-তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয় মরদেহটি।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মাহবুব আলম বাংলানিউজকে জানান, মরদেহটির মাথা নেই। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিসহ ৩টি আঙ্গুল নেই। পায়ে ও উরুতে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি একে এম মাহবুব আলম।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএএএম/ওএইচ/আরআই