মঙ্গলবার (০২ মে) আশফাককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুই এ রিমান্ড মঞ্জুর করেন।
আশফাক আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান পলাতক মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মো. জিয়াউল হকের ঘনিষ্ঠ সহযোগী।
১ মে সন্ধ্যায় তাকে ভাটারা থানার নদ্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমআই/আইএ