ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

আনসারুল্লাহ বাংলা টিমের আইটি চিফ রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মে ২, ২০১৭
আনসারুল্লাহ বাংলা টিমের আইটি চিফ রিমান্ডে

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আইটি প্রধান আশফাক-উর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (০২ মে) আশফাককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুই এ রিমান্ড মঞ্জুর করেন।

আশফাক আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান পলাতক মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মো. জিয়াউল হকের ঘনিষ্ঠ সহযোগী।

১ মে সন্ধ্যায় তাকে ভাটারা থানার নদ্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।