ফেলে দেওয়ার উপযোগী খাদ্য বিক্রি ওয়েল ফুডে, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফেনী: পচা-বাসি ও মেয়াদহীন খাবার বিক্রির দায়ে চট্টগ্রামের বিখ্যাত ওয়েল ফুডের ফেনী শাখাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মূলত ফেলে দেওয়ার উপযোগী খাদ্য পরিবেশন ও বিক্রির দায়ে তাদের জরিমানার অর্থ গুনতে হলো।
মঙ্গলবার (০২ মে) বিকেল ৪টার দিকে এসএসকে রোডের এই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জরিমানা করেন।
সোহেল রানা জানান, প্রতিষ্ঠানটিতে মেয়াদহীন, পাচা-বাসি খাবার পাওয়া গেছে।
যা ফেলে দেওয়ার কথা, সেসব খাবারই তারা ভোক্তাদের কাছে বিক্রি করেছে। ফলে তাদের করা হয়েছে ৩০ হাজার টাকা জরিমানা।
খাদ্যে ভেজালের কথা স্বীকার করে তাৎক্ষণিক জরিমানার ৩০ হাজার টাকা পরিশোধ করেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক আবু সুফিয়ান।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএইচডি/ওএইচ/আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।