মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছেমনা ওই গ্রামের সিরাজুল ইসলামের প্রথম স্ত্রী।
স্থানীয়রা জানায়, সিরাজুল দ্বিতীয় বিয়ে করায় দীর্ঘদিন ধরে প্রথম স্ত্রী ছেমনার সঙ্গে দাম্পত্য কলহ চলে আসছিলো। এ ঘটনায় ছেমনা পাঁচ ছেলে-মেয়ে নিয়ে মানসিক অশান্তিতে ছিলেন।
এর জের ধরে সকালের কোনো সময় নিজ ঘরে গলাকেটে আত্মহত্যা করেন ছেমনা। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরবি/