মঙ্গলবার (২ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেলদী এলাকায় এ ঘটনা ঘটে। শামীম ওই এলাকার আফতাব উদ্দিনের ছেলে।
আহত শামীম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে বেলদী এলাকাসহ বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন দেলোয়ার ও আনোয়ার। তিনি তাদের মাদক ব্যবসা বন্ধ করতে বলায় ক্ষিপ্ত হয়ে তারাসহ অজ্ঞাত আরো চার/পাঁচজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরবি/আরএ