মঙ্গলবার (০২ মে) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
অধিবেশনের শুরুতেই প্যানেল সভাপতি মনোনয়ন করেন স্পিকার।
অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে ১৫তম অধিবেশন সময়সূচি নির্ধারণ হয়।
এবার অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে অধিবেশন। তবে স্পিকার প্রয়োজন মনে করলে সময়সীমা বাড়াতে বা কমাতে পারেন।
দিনের কার্যসূচি অনুযায়ী মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে পরিবেশ ও বন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রশ্নোত্তর রয়েছে।
লাকী আখন্দসহ বিশিষ্টজনের নামে শোক প্রস্তাব
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএম/আইএ