ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

শুরু ১৫তম অধিবেশন, চলবে ৯ মে পর্যন্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মে ২, ২০১৭
শুরু ১৫তম অধিবেশন, চলবে ৯ মে পর্যন্ত

জাতীয় সংসদ ভবন থেকে: দশম জাতীয় সংসদের আরও একটি অধিবেশন শুরু হয়েছে।

মঙ্গলবার (০২ মে) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

অধিবেশনের শুরুতেই প্যানেল সভাপতি মনোনয়ন করেন স্পিকার।

এরপর প্রয়াত সংসদ সদস্যদের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে ১৫তম অধিবেশন সময়সূচি নির্ধারণ হয়।

এবার অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে অধিবেশন। তবে স্পিকার প্রয়োজন মনে করলে সময়সীমা বাড়াতে বা কমাতে পারেন।

দিনের কার্যসূচি অনুযায়ী মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে পরিবেশ ও বন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রশ্নোত্তর রয়েছে।

লাকী আখন্দসহ বিশিষ্টজনের নামে শোক প্রস্তাব
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।