মঙ্গলবার (০২ মে) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে তা গৃহীত হয়।
বরেণ্য শিল্পী লাকী আখন্দ ছাড়াও সংসদ সদস্য নুরুল হুদা, সাবেক প্রতিমন্ত্রী কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান, গীতিকার কুটি মনসুর, অভিনেতা মিজু আহমেদ, দৈনিক ডেইলি সানের সম্পাদক আমির হোসেন, জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামানের স্ত্রী জাহানারা জামান, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী মাহফুজুল বারীসহ বিশিষ্টজনের নামে শোক প্রস্তাব গৃহীত হয়।
শোক প্রস্তাবে তাদের অনেকের জীবনাচার তুলে ধরা হয়। প্রত্যেকের জীবনের উল্লেখযোগ্য ঘটনা শোক প্রস্তাবে স্থান পায়।
শুরু ১৫তম অধিবেশন, চলবে ৯ মে পর্যন্ত
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএম/আইএ