মঙ্গলবার (২ মে) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।
পরে তারা প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের পোল্ট্রি শিল্প ১০ থেকে ১৫টি হ্যাচারি ও ফিড মিল মালিকদের কাছে বর্তমানে জিম্মি হয়ে রয়েছে। এ কারণে লেয়ার এবং ব্রয়লার এর দাম নিয়ন্ত্রণ করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি আমরা।
এসময় আরো বক্তব্য রাখেন-সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচীব নূরে আলম, কুমিল্লা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক খলিলুর রহমান, ফরিদগঞ্জের ফারুকুল ইসলাম, হাজীগঞ্জের নাছির মজুমদার।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ