উপজেলার সাখুয়া ইউনিয়নের শেখ বাজার গ্রামে ধান কাটা শেষে ভাগাভাগি নিয়ে দু’ভাইয়ের মাঝে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (০২ মে) দুপুরে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ০১ মে (সোমবার) সকালে বড় ভাই আব্দুল হাই তার হাতে থাকা কাঁচি দিয়ে ছোট ভাই সাবেক ইউপি সদস্য মোবারক হোসেনের পেটে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত ঘাতক বড় ভাইকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএএএম/জিপি/আরআই