মঙ্গলবার (০২ মার্চ) বিকেলে যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাইচন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন।
যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম বদরুজ্জামান পলাশ রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্তরা জামিনে মুক্ত হয়ে বর্তমানে পলাতক রয়েছেন। তবে আদালত দণ্ডপ্রাপ্ত পলাতক ছয়জনকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের জোহর আলী ওরফে ট্যারা খোকন, একই উপজেলার কোমরপোল গ্রামের ইসাহক আলী, সদর উপজেলার মধ্যকচুয়া গ্রামের আব্দুর রউফ মোল্লা, একই উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শামীম, মণিরামপুর উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের রেজাউল ওরফে শাহজাহান ও একই উপজেলার ঘুঘুরাইল গ্রামের মোজাম আলী।
আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ১২ মার্চ দিবাগত রাতে মণিরামপুর উপজেলার বেগারীতলা বাজারের একটি করাতকলের মোটর চুরির সময় নৈশপ্রহরী আবু বকর তাদেরকে চিনে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় করাতকলের মালিক মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের আব্দুস সামাদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মণিরামপুর থানায় হত্যা মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ০২, ২০১৭
জেডএস