মঙ্গলবার (০২ মে) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ডিজিটাল জরিপের বিষয়টি আমাদের আগে থেকে অভিজ্ঞতা ছিল না।
মো. সোহরাব উদ্দিনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভূমির সঠিক ব্যবহার করার জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ভূমির অপব্যবহার বাংলাদেশে আর হবে না।
নবী নেওয়াজের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী শামসুর রহমান শরিফ বলেন, প্রত্যেক এলাকায় ভূমি ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা সংসদ সদস্যরা। কাজেই প্রত্যেক সংসদ সদস্যের এলাকায় ভূমির সঠিক ব্যবহার ও খাস জমি বন্দোবস্তে তাদের মতামত দেওয়ার সুযোগ রয়েছে।
১৫তম অধিবেশনের প্যানেল সভাপতি যারা
লাকী আখন্দসহ বিশিষ্টজনের নামে শোক প্রস্তাব
শুরু ১৫তম অধিবেশন, চলবে ৯ মে পর্যন্ত
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএম/আইএ