ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সারাদেশে হচ্ছে ভূমির ডিজিটাল জরিপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মে ২, ২০১৭
সারাদেশে হচ্ছে ভূমির ডিজিটাল জরিপ

জাতীয় সংসদ ভবন থেকে: ভূমির অপব্যবহার রোধ ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুতই সারাদেশে ডিজিটাল জরিপ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ। তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি যতো দ্রুত সম্ভব এটা সারাদেশে চালু করতে। ইতোমধ্যে তিনটি জেলায় এই কার্যক্রম শুরু হয়ে শেষ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (০২ মে) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
 
ভূমিমন্ত্রী বলেন, ডিজিটাল জরিপের বিষয়টি আমাদের আগে থেকে অভিজ্ঞতা ছিল না।

যে কারণে উন্নত দেশগুলোর অভিজ্ঞতা অর্জন করে কাজ করতে একটু সময় লেগেছে। আমরা দ্রুত গতিতে চেষ্টা করছি সারাদেশে ডিজিটাল জরিপ চালু করতে। যার মধ্যে জামালপুর জেলা অন্যতম।
 
মো. সোহরাব উদ্দিনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভূমির সঠিক ব্যবহার করার জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ভূমির অপব্যবহার বাংলাদেশে আর হবে না।
 
নবী নেওয়াজের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী শামসুর রহমান শরিফ বলেন, প্রত্যেক এলাকায় ভূমি ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা সংসদ সদস্যরা। কাজেই প্রত্যেক সংসদ সদস্যের এলাকায় ভূমির সঠিক ব্যবহার ও খাস জমি বন্দোবস্তে তাদের মতামত দেওয়ার সুযোগ রয়েছে।

১৫তম অধিবেশনের প্যানেল সভাপতি যারা
লাকী আখন্দসহ বিশিষ্টজনের নামে শোক প্রস্তাব
শুরু ১৫তম অধিবেশন, চলবে ৯ মে পর্যন্ত

 
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।