মঙ্গলবার (২ মে) দুপুরে রাঙ্গামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে বোর্ডের ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব তরুণ কান্তি ঘোষ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য (অর্থ) যুগ্ম সচিব মো. শাহীনুল ইসলাম, সদস্য (বাস্তবায়ন) যুগ্ম সচিব মো. মনজুরুল আলম, সদস্য (পরিকল্পনা) যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী ও সদস্য (প্রশাসন) উপ সচিব আশীষ কুমার বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী গবেষণা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭-১৮ অর্থ বছর থেকে উন্নয়নমূলক প্রকল্প/স্কিমের আবেদন অনলাইনের মাধ্যমে নেয়া হবে। কোনো হার্ড কপি নেয়া হবে না। উন্নয়নমূলক প্রকল্প/স্কিমের সব প্রকার প্রস্তাব অনলাইনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটের সংশ্লিষ্ট লিংকে ফরম পূরণ করার পর আবেদন জমা দেয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরবি/