মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয় বলে পিজিসিবি কুষ্টিয়ার বটতৈল স্টেশন অপারেশন বিভাগ সূত্রে জানা যায়।
সেখানে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী আবু তালেব জানান, বেলা ১১টা ২৪ মিনিট থেকে ১২টা ০৩ মিনিট পর্যন্ত ৩৯ মিনিট এবং দুপুর ১২টা ৪৮মিনিট থেকে ১৩টা ৪৬ মিনিট পর্যন্ত সব মিলে মোট ১ ঘণ্টা ৩৮মিনিট জাতীয় সঞ্চালন লাইনে এ বিভ্রাট হয়।
এ বিষয়ে পিজিসিবি ঝিনাইদহ সার্কেলের নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সাধু বাংলানিউজকে জানান, পদ্মা নদীর পূর্ব পাশের মানিকগঞ্জ এলাকার জাতীয় সঞ্চালন লাইনের কোনো এক স্থানে ট্রিপ করার ফলে পদ্মা নদীর পশ্চিম পাশের পিজিসিবির লাইনের আওতাধীন ২২ জেলায় বিদ্যুৎ সঞ্চালনে বিভ্রাট দেখা দেয়। পরে দুপুর পৌনে ২টার দিকে তা সচল হয়।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ