ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় আহত ১৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মে ২, ২০১৭
লক্ষ্মীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় আহত ১৬

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে আলাদা সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২ মে) দুপুরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের করুণানগর কালা মসজিদ এলাকায় ও তোরাবগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের নাম পরিচয় জানা গেছে।

তারা হলেন- রামগতি উপজেলার চর সেকান্তরের কামলা উদ্দিন (৫০), আলেকজান্ডার বালুর চর গ্রামের বিউটি বেগম (২৬) একই গ্রামের আবুল বাশার (৫০) ও লক্ষ্মীপুর সদর উপজেলার মজুপুর গ্রামের ঝোটন। আহত বাকিদের নাম জানা সম্ভব হয়নি।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে ওই সড়কের কালা মসজিদ এলাকায় দ্রুতগতির দু’টি লেগুনা একটি অপরটিকে অতিক্রমের চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে নারীসহ ১৪ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল পাঠানো হয়।

এর আগে একই সড়কের তোরাবগঞ্জ এলাকায় দু’টি লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত হয়েছেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব বাংলানিউজকে বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া সড়ক দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।