ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালের বেহাল দশা, একমত নন মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ২, ২০১৭
শাহজালালের বেহাল দশা, একমত নন মন্ত্রী

জাতীয় সংসদ ভবন থেকে: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভিস নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন তার অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার (০২ মে) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শামীম ওসমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম সন্তোষজনক নয় বলে জান‍ান।

তিনি বলেন, সারা দেশে ট্যুরিজমের কি হচ্ছে সেটা আমরা সবাই জানি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সমস্যা, বাথরুমের দুরাবস্থা, সিঁড়ির দিয়ে নামা যায় না নোংরা পরিবেশের কারণে। একটা বিমানবন্দর যদি পরিষ্কার না রাখা যায়, তাহলে পর্যটনের কি উন্নতি করবেন?
 
জবাবে মন্ত্রী বলেন, আমি প্রশ্নকর্তার সঙ্গে একমত নই। নিয়মিত মনিটরিং হচ্ছে। লাগেজ সমস্যা আছে। এটা আমাদের বিল্ডিং অবকাঠামোর কারণেই সমাধান করা যায় না। তিনি যে অভিযোগ করেছেন স্পিকারের অনুমতি পেলে আমি তাকে নিয়ে বিমানবন্দরে ঘুরিয়ে আনতে পারি।

জাতীয় পার্টির ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, আমাদের এডিপির গড় অগ্রগতি ৪৫। আর বিমান মন্ত্রণালয়ের গড় ৩৯, আশা করি এই দুই মাসে অগ্রগতি করে ৬০ এ উপনীত হতে পারবো।

কাজী ফিরোজ রশিদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সার্ফিংয়ের জন্য সুনির্দিষ্ট একটি জায়গা যদি চান তাহলে এক্সক্লুসিভ একটি জায়গা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।