ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

পাউবো’র সিলেট ও সুনামগঞ্জের ৩ কর্মকর্তা বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ২, ২০১৭
পাউবো’র সিলেট ও সুনামগঞ্জের ৩ কর্মকর্তা বরখাস্ত

সিলেট: হাওরাঞ্চলে বাঁধ নির্মাণ ও মেরামতে অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট ও সুনামগঞ্জের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (০২ মে) পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের দফতর থেকে পাঠানো এক নির্দেশনায় বরখাস্তসহ ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলার কথাও জানানো হয়।

তিন কর্মকর্তা হলেন- পানি উন্নয়ন বোর্ড সিলেটের উত্তর পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একপত্রে পানি উন্নয়ন বোর্ডকে এ নির্দেশনা পাঠানো হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সিলেটের কর্মকর্তাদের একাধিকবার ফোন করলেও কেউ ফোন রিসিভ করেন নি।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বাংলানিউজকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করে বলেন, মৌখিকভাবে বিষয়টি জানতে পেরেছি।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আযম খান বাংলানিউজকে বলেন, তিন কর্মকর্তা বরখাস্তের নির্দেশনার কোনো চিঠি এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি।    

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ০২, ২০১৭
এনইউ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।