এভাবেই নকল চিপস, পচা আচার প্রস্তুত করে আসছে প্রতিষ্ঠানটি। নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) অনুমোদন।
এসব অপরাধে ফেনীর স্থানীয় নূর ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে নগদ ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০২ মে) বিকেলে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অভিযান পরিচালনা করেন।
তিনি বাংলানিউজকে জানান, বাজারে বিশেষ করে গ্রামেগঞ্জে পটেটো ক্রেকার্সের আদলে তৈরি নকল চিপসের ছড়াছড়ি। ফেনী শহরের তাকিয়া রোডের নূর ফুড প্রোডাক্টসের কারখানায় গিয়ে প্যাকেজিং করা চিপস দেখা যায়। যার কারখানা আবার লেখা গাজীপুরে।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বোরহানউদ্দিন বাবলুকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দ করেন প্রায় ১০০ বস্তা চিপস। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এমন নকল চিপসে ক্ষতির বিষয়ে ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, চিপস মূলত শিশুদের খাবার। এসব খেয়ে শিশুরা পড়বে কঠিন স্বাস্থ্য ঝুঁকিতে।
সাজার সময় মালিক বোরহান অকপটে তার অপরাধ স্বীকার করে নেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল করিম, পুলিশের উপ-পরিদর্শক সুরেজিত বড়ুয়া প্রমুখ।
ফেলে দেওয়ার উপযোগী খাদ্য বিক্রি ওয়েল ফুডে
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএইচডি/আইএ