মঙ্গলবার (০২ মে) দুপুরে ভজনপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তুহিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পঞ্চগড় তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার রাতে ঝড়ের কারণে বিদ্যুতের তার ছিড়ে তুহিনের বাড়ির পাশের একটি গাছ বিদ্যুতায়িত হয়। ওই গাছে হেলান দেয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন তুহিন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ০২, ২০১৭
জিপি/আরআই