ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

চৌহালীতে নির্মাণাধীন বাঁধের ৭০ মিটার জুড়ে ধস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মে ২, ২০১৭
চৌহালীতে নির্মাণাধীন বাঁধের ৭০ মিটার জুড়ে ধস

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর তীর সংরক্ষণে নির্মাণাধীন বাঁধের খগেনের ঘাট এলাকায় ধস দেখা দিয়েছে। এর ফলে যমুনার তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ধসের বিস্তৃতি বেড়ে দাঁড়িয়েছে ৭০ মিটারে। খবর পেয়ে বালু বোঝাই জিওব্যাগ ডাম্পিং করে ধস ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয় জনগণ ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়,  ১০৯ কোটি টাকা ব্যয়ে চৌহালী ও টাঙ্গাইলের নাগরপুরের সাত কিলোমিটার নদী তীর সংরক্ষণ বাঁধের নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালের ২৪ নভেম্বর। মঙ্গলবার দুপুরে নদীর জাজুরিয়া খগেনের ঘাট অংশে ধস শুরু হয়। বিকেল পর্যন্ত প্রায় ৭০ মিটার ধসে গেছে।  

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, বাঁধের তলদেশে গর্তের সৃষ্টি হওয়ায় এই ধস দেখা দিয়েছে। তবে এতে আতঙ্কের কিছু নেই। কিছুদিনের মধ্যেই এর সংস্কার কাজ শেষ হবে।  

মূল বাঁধ নির্মাণে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।