মঙ্গলবার (২ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ধসের বিস্তৃতি বেড়ে দাঁড়িয়েছে ৭০ মিটারে। খবর পেয়ে বালু বোঝাই জিওব্যাগ ডাম্পিং করে ধস ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় জনগণ ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ১০৯ কোটি টাকা ব্যয়ে চৌহালী ও টাঙ্গাইলের নাগরপুরের সাত কিলোমিটার নদী তীর সংরক্ষণ বাঁধের নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালের ২৪ নভেম্বর। মঙ্গলবার দুপুরে নদীর জাজুরিয়া খগেনের ঘাট অংশে ধস শুরু হয়। বিকেল পর্যন্ত প্রায় ৭০ মিটার ধসে গেছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, বাঁধের তলদেশে গর্তের সৃষ্টি হওয়ায় এই ধস দেখা দিয়েছে। তবে এতে আতঙ্কের কিছু নেই। কিছুদিনের মধ্যেই এর সংস্কার কাজ শেষ হবে।
মূল বাঁধ নির্মাণে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই