মঙ্গলবার (০২ মে) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম ভুট্টো কক্সবাজার জেলার মাতব্বরবাড়ি রত্নপালং এলাকার মো. জলিল আহম্মেদের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ ডিসেম্বর ডিবি পুলিশ বরিশাল নগরের চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ খোরশেদ আলম ভুট্টোকে আটক করে। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) তানজীল আহম্মেদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
ডিবি’র পরিদর্শক আবুল কালাম আজাদ ২০১৬ সালের ১২ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১১ জনের মধ্যে ৮ জনের সাক্ষগ্রহণ শেষে এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএস/জিপি/এমজেএফ