ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যা

মেয়র মীরুসহ ৩৮ জনের নামে অভিযোগপত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মে ২, ২০১৭
মেয়র মীরুসহ ৩৮ জনের নামে অভিযোগপত্র

সিরাজগঞ্জ: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ৩৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনিরুল ইসলাম মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।  

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, মামলাটির তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে আদালতে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে ১৮ জন এজাহারভুক্ত আসামি। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখে বাকি ২০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৪ জন কারাগারে রয়েছেন। বাকিদের গ্রেফাতারে পুলিশি অভিযান চলছে।  

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলছিল। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় মেয়র হালিমুল হক মীরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।