মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনিরুল ইসলাম মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, মামলাটির তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে আদালতে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলছিল। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় মেয়র হালিমুল হক মীরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই