মঙ্গলবার (২ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বাংলানিউজকে বলেন, নগরিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলে শহরের পুরাতন বাজার এলাকায় ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।
পরে অদক্ষ ও সনদহীন প্যাথলজিস্টের মাধ্যমে রোগ নির্ণয় ও গ্রাহককে ঠিকমতো সেবা দিতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার আইনে ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরবি/