ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২, ২০১৭
বাগেরহাটে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বাগেরহাট: সেবা দেয়ার নামে প্রতারণার দায়ে বাগেরহাটের ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বাংলানিউজকে বলেন, নগরিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলে শহরের পুরাতন বাজার এলাকায় ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

এসময় সেখানে কর্মরত ল্যাব টেকনিশিয়ান ও প্যাথলজিস্টরা কোনো বৈধ কাগজপত্র বা সনদপত্র দেখাতে পারেননি।

পরে অদক্ষ ও সনদহীন প্যাথলজিস্টের মাধ্যমে রোগ নির্ণয় ও গ্রাহককে ঠিকমতো সেবা দিতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার আইনে ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।