মঙ্গলবার (০২ মে) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদল মাদক বিক্রেতা চট্টগ্রাম থেকে একটি ট্রাকে (যার রেজি. নম্বর-ঢাকা মেট্রো-ট-১৮-৮২৫৭) ইয়াবা ট্যাবলেট বহন করে ঢাকায় নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ০১ মে (সোমবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে কদমতলী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে মহানগর ডিবির (দক্ষিণ) মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।
গ্রেফতার হওয়া মাদক বিক্রেতারা হলেন- মো. মঞ্জুরুল ইসলাম (২৬) ও মো. আব্দুর রাজ্জাক (৩৪)। তাদের কাছে থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসটি/জিপি/আরআই