মঙ্গলবার (২ মে) বিকেলে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা ও জামারবালি গ্রামের দাঙ্গাবাজদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত দুলাল মিয়া সোনাতলা গ্রামের সাহেদ মিয়ার ছেলে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন বাংলানিউজকে জানান, পাশের এক গ্রামের জমিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সোনাতলা ও জামারবালি গ্রামের দাঙ্গাবাজরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুলাল মিয়া নিহত হন। এসময় আহত হন উভয়পক্ষের আট থেকে ১০ জন। পরে খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই