ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ২, ২০১৭
সিলেটে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ৫

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম আলী ওরফে কুটুলাই মিয়া (৪৫)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ মে) ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামে খুনের এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে।

আটককৃতরা হলেন- একই বাড়ির সিরাজ উদ্দিন, তার স্ত্রী আখতারুন, ছাদিক, বাবুল, নুর মিয়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে আটককৃতরা গাছ কাটার কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে ইব্রাহিমকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, খুনের সঙ্গে জড়িতরা নিহত ইব্রাহিমের নিকটাত্মীয়। বাড়ির জায়গা নিয়ে আগে থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার সকালে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষ তাকে কুড়াল দিয়ে কুপিয়ে ‍আহত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে দুপুরে তিনি মারা যান।

এ ঘটনায় সিরাজ উদ্দিন ও তার স্ত্রীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

খুনের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ০২, ২০১৭
এনইউ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।