ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

অভির হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ২, ২০১৭
অভির হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল অভির হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল-ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অভি গাজীর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সব সংগঠন।

মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ছয়টায় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, পৌর কাউন্সিলর জাকি হোসেন জুকু, মাহাবুব আলম, মতিউর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান টিটু প্রমুখ।

অভি হত্যায় বিএনপি-জামায়াতের জড়িত থাকার অভিযোগ তুলে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এর আগে সোমবার রাত আটটায় কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা রোডের কালভার্ট এলাকায় অভিকে কুপিয়ে হত্যা করে সাত থেকে আটজন দুর্বৃত্ত।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএস/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।