ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিতর্ক নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ২, ২০১৭
বিতর্ক নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ফখরুল

জাতীয় সংসদ ভবন থেকে: বিচার বিভাগ ও আইন বিভাগের চলমান বিতর্ক নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগ ও আইন বিভাগের প্রধান। তিনি যদি চান তাহলে আলোচনার মাধ্যমে চলমান বিতর্কটি স্থগিত করতে পারেন।

মঙ্গলবার (০২ মে) সন্ধ্যায় জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন ফখরুল।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, দেশের মানুষের মধ্যে এখন আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ নিয়ে যে ব্যবস্থাপনা দিয়েছেন, এরপর ব্যাপারটি নিয়ে আর কেউ কথা বলবে না, হবে না। কিন্তু দুঃখের বিষয় এরপরেও এটা নিয়ে দেশে আলোচনা হচ্ছে।

ফখরুল ইমাম বলেন, কেউ কেউ বলেছেন বিচার বিভাগের স্বাধীনতায় নির্বাহী বিভাগের হস্তক্ষেপ। বিচার বিভাগ স্বাধীন না, দেশে আইনের শাসন নেই। এটা কারা বলেছেন? কীভাবে বলেছেন? আমি জানি না। সরকারের উচিত এটা দেখা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।