ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

জলঢাকায় জুয়া খেলার দায়ে ৪ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মে ২, ২০১৭
জলঢাকায় জুয়া খেলার দায়ে ৪ জনের কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় জুয়া খেলার দায়ে চারজনকে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২ মে) দুপুরে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. রাশেদুল হক প্রধান এই আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা গ্রামের মৃত তমিজের ছেলে আবুল কালাম (৩৭), মমিনুর রহমানের ছেলে তাজুল ইসলাম (২২), হাসান মামুদের ছেলে শফিকুল ইসলাম (৩৮) ও আশরাফ আলীর ছেলে সালফি (৩২)।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম খুটামারা গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ওই চারজনকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

ওসি আরো জানান, দণ্ডাদেশ প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।