ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সংসদে মমতার সমালোচনায় তাহজীব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ২, ২০১৭
সংসদে মমতার সমালোচনায় তাহজীব

জাতীয় সংসদ ভবন থেকে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করলেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। মমতাকে উদ্দেশ্য করে তাহজীব বলেন, বাংলাদেশের জনগণ যদি টাটা গাড়ি, তুলা, পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। যদি বাংলাদেশের জনগণ ভারতে গিয়ে চিকিৎসা ও কেনাকাট বন্ধ করে দেয় তখন পানি তো দেবেনই, পানিতে ভেসেও যাবেন।

মঙ্গলবার (০২ মে) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন তিনি।

তাহজীব বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে তিস্তার পানির কথা বলেছেন এতে বাংলাদেশের লোক গর্ববোধ  করেছিল।

ভারতের কেন্দ্রীয় সরকার সম্মতিও দিয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জির অন্যায় চাপের মুখে কেন্দ্রীয় সরকার পিছু হটতে বাধ্য হয়। এতে বাংলাদেশের জনগণ তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়।

তিনি বলেন, মমতা ব্যানার্জির চাপে এ দেশের মানুষ তিস্তার জল পেল না। মূলত তাকে উদ্দেশ্য করেই কিছু কথা বলতে চাই। উজান থেকে ভাটিতে থাকা বাংলাদেশের জনগণকে অন্যায়ভাবে জল দেবেন না। জলের প্রাকৃতিক ধারায় আপনি কৃত্রিম বাধা তৈরি করবেন। এখন জল না পেয়ে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হয়ে যদি ভারত থেকে টাটা গাড়ি নেওয়া বন্ধ করে দেয়, তুলা, পেঁয়াজ নেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশের বস্ত্র শিল্প মালিকরা ভারতীয়দের চাকরি দেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশিরা ভারতে গিয়ে চিকিৎসা ও কেনাকাটা বন্ধ করে দেয় তখন আপনার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কী অবস্থা হবে ভেবে দেখেছেন?

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।