মঙ্গলবার (০২ মে) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন তিনি।
তাহজীব বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে তিস্তার পানির কথা বলেছেন এতে বাংলাদেশের লোক গর্ববোধ করেছিল।
তিনি বলেন, মমতা ব্যানার্জির চাপে এ দেশের মানুষ তিস্তার জল পেল না। মূলত তাকে উদ্দেশ্য করেই কিছু কথা বলতে চাই। উজান থেকে ভাটিতে থাকা বাংলাদেশের জনগণকে অন্যায়ভাবে জল দেবেন না। জলের প্রাকৃতিক ধারায় আপনি কৃত্রিম বাধা তৈরি করবেন। এখন জল না পেয়ে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হয়ে যদি ভারত থেকে টাটা গাড়ি নেওয়া বন্ধ করে দেয়, তুলা, পেঁয়াজ নেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশের বস্ত্র শিল্প মালিকরা ভারতীয়দের চাকরি দেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশিরা ভারতে গিয়ে চিকিৎসা ও কেনাকাটা বন্ধ করে দেয় তখন আপনার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কী অবস্থা হবে ভেবে দেখেছেন?
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএম/এমজেএফ