ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

হাঁসে হাসি ফুটাতে তিন বন্ধুর খামার

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ২, ২০১৭
হাঁসে হাসি ফুটাতে তিন বন্ধুর খামার হাঁসে হাসি ফুটাতে তিন বন্ধুর খামার-ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ দক্ষিণপাড়ার আত্মপ্রত্যয়ী তিনজন বন্ধু মিলে গড়ে তুলেছেন একটি ‘হাঁসের খামার’।

গ্র্যাজুয়েশন শেষ করা যুবক নয়ন বলেন, প্রথমে তিনজন মিলে ক্যাম্পবেল হাঁসের খামার গড়ার উদ্যোগ নিই, বিভিন্ন খামারি থেকে পরামর্শ নিয়ে মূলধন সংগ্রহে নেমে পড়ি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স পড়ুয়া আরিফুল বলেন, করতোয়া নদীর পাড় ঘেঁষে নির্মাণ করি সেড। ফেব্রুয়ারি মাসের শেষ দিকের কথা।

একদিন বয়সী সাতশ’ ৬৫টি হাঁসের বাচ্চা কেনা হয়। নিয়ম মেনে ১৫দিন পর সেই হাঁসের বাচ্চা পানিতে ছেড়ে দেওয়া হয়। হাঁসে হাসি ফুটাতে তিন বন্ধুর খামার-ছবি: আরিফ জাহানডেমাজানী ডিগ্রি কলেজের ছাত্র গোলাম মোস্তফা জানান, অসুস্থজনিত কারণে কয়েকটি বাচ্চা মারাও যায়। পরে বগুড়া সদর পশু হাসপাতালের চিকিৎসক সাইদুল ইসলামের পরামর্শে ওষুধ খাওয়ানোর পর আর কোনো হাঁস মারা যায়নি। বর্তমানে তাদের খামারে ছয়শ’র মতো হাঁস রয়েছে। এরমধ্যে রয়েছে ৮০টি পুরুষ হাঁস।

আত্মপ্রত্যয়ী তিন যুবক বাংলানিউজকে জানান, চার মাস বয়সের পর থেকে হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে। এভাবে প্রায় দুই বছর ডিম দেবে হাঁসগুলো। প্রথম দফায় তাদের খরচ উঠে আসবে। হাঁসে হাসি ফুটাতে তিন বন্ধুর খামার-ছবি: আরিফ জাহানসবমিলে দুই বছরে খামার থেকে আট লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন ওই তিন যুবক।

এছাড়া পরিস্থিতি বিবেচনা করে আগামীতে খামারের পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের বলে যোগ করেন তারা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমবিএইচ/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।