সালমার স্বামী ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার আরাজি দক্ষিণ বটিনা গ্রামের রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সালমা ২৯ এপ্রিল সকাল ১০টার দিকে চোখের ডাক্তার দেখানোর কথা বলে ঠাকুরগাঁও চক্ষু হাসপাতালের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তিনি আরো বলেন, আমার শ্বশুরের নাম আব্দুল কাদের। তাদের বাড়ি পাশের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার তিসতাপাড়ায়। ১৪ বছর হলো আমার আর সালমার বিয়ে হয়েছে। ১১ বছরের মেয়ে আর সাত বছরের ছেলে নিয়ে সুখেই কাটছিল আমাদের সংসার। আমার বা সালমার সঙ্গে কারো কোনো অবৈধ সম্পর্ক নেই। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সব জায়গায় খুঁজেছি কোথাও তার সন্ধান পাচ্ছি না।
তাদের প্রতিবেশী বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, তাদের সংসার জীবনে কোনো সমস্যা আমাদের চোখে পড়েনি।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সালমার স্বামী। সালমাকে খোঁজা হচ্ছে। খবর পেলে তার পরিবারকে জানানো হবে।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরবি/এসআই